শ্যামনগরে বজ্রপাতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মৎস্য অধিদপ্তরের আয়োজনে বজ্রপাতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বাংলাদেশ ভারত সীমান্তে পাঁচ নদীর মোহনায় কালিন্দী নদীতে মাছ ধরা কালীন সময়ে সম্প্রতি ঘটে যাওয়া আকস্কিক টর্নেডোর সময় উপজেলার কৈখালী ইউপির রুহুল কুদ্দুস নামে এক জেলে বজ্রপাতে নিহত হন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহত জেলে পরিবারের আর্থিক সহযোগিতা হিসাবে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহণ করেন নিহত জেলের স্ত্রী শাহানারা বেগম।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।

ছবি- শ্যামনগরে বজ্রপাতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন এমপি জগলুল হায়দার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024