|
Date: 2023-06-15 09:06:43 |
জয়পুরহাটের কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের সোলায়মান আলী নামে এক ব্যক্তিকে
হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একইসাথে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোঃ নূর ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে আসামিরা তাদের বাড়ির রাস্তার পার্শ্বের মাটি তুলে তাদের নিজ জায়গা ভরাট করার সময় একই এলাকার বাসিন্দা সোলায়মান আলী মাটিগুলো নিজ জায়গা ভরাটে ব্যবহার না করে রাস্তার ভাঙ্গা অংশে দিতে বললে তারা ক্ষিপ্ত হয়ে সোলায়মান আলীর মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তার মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম কালাই থানায় মামলা দায়ের করলে, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে ৩ জনের যাবজ্জীবন ও মামলার আরও ৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস প্রদান করেছে আদালত।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।
© Deshchitro 2024