খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে শেষ হলো ‘টেকনিক্স অব মলিকুলার বায়োসায়েন্স’ শীর্ষক তিন দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সারফেস ডিসপ্লে অফ ফাইটেজ ইন দ্য ইস্ট সেল ওয়াল এন্ড ইটস্ অ্যাপ্লিকেশন ইন অ্যানিমাল ফিড অ্যাজ এনজাইম সাপ্লিমেন্ট’ শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আজ ১৫ জুন (বৃহস্পতিবার) বিকাল ৩.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শেখ মো. এনায়েতুল বাবর, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. শেখ আমির হোসেন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দালিব রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদুর রহমান মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অমিত সরদার।

এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মোরসালিন বিল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী খুলনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের সভাপতি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024