কুড়িগ্রাম জেলার উলিপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে সুধীজনের সাথে এক মতবিনিময় সভা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা

 সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বজরা এল কে আমিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম। 

 বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলে রাব্বির সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিন।আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র ও গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনসারী, সাবেক ছাত্র আবদুল্লাহ হেল বাকী, নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সাত্তার, ট্রেড ইন্সট্রাক্টর আমিনুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে সূধীজন, সাংবাদিক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সবার বক্তব্যে একটি বিষয় উঠে আসে সকলের আন্তরিকতায় শিক্ষার গুনগত মানোন্নয়ন হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024