বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান ১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাকটর মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সহ-সভাপতি লিয়াকত হোসেন। সভাপতিত্ব সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।