|
Date: 2022-09-08 04:33:08 |
◾ আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় ছুরিকাঘাতে ১০ জন খুনের ঘটনায় সন্দেহভাজন আরেক ব্যক্তি আটকের পর মারা গেছেন।
কানাডার পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার বিকেলে সাসকাচোয়ান প্রদেশের একটি মহাসড়ক থেকে ৩২ বছরের মাইলস স্যান্ডারসনকে আটক করা হয়। ধাওয়া করে আটকের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।
গেল রোববার কানাডায় ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হামলায় আহত হন অন্তত ১৮ জন। তাদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনাকে দেশটির ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ‘নিকৃষ্টতম সহিংসতা’ বলা হচ্ছে।
হামলার পর পর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেছিলেন, ‘ভয়াবহ হামলায় আমি হতবাক ও বিধ্বস্ত। এ জঘন্য হামলার জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
© Deshchitro 2024