|
Date: 2023-06-15 12:03:29 |
উখিয়ার ইনানী পাটুয়ারটেক সৈকত এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে স্থানীয়রা পাটুয়ারটেকের বালিয়াড়িতে গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহজাহান টিটিএনকে বলেন, মরদেহের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পোশাকবিহীন নগ্ন মরদেহটি একজন পুরুষের উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান এব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© Deshchitro 2024