|
Date: 2023-06-15 14:08:10 |
দেশের অন্যান্য স্থানের ন্যায় টেকনাফে এনজিও সংস্থা একলাবের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৩ পালিত হয়েছে।
১৫ জুন বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও একলাব ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ডা: আবুল কাশেম বলেন একলাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ম্যালেরিয়া বিষয়ে জনগণকে সচেতন করায় টেকনাফে ম্যালেরিয়া রোগীর সংখ্যা প্রায় শূন্যের কৌঠায় চলে এসেছে। এ ছাড়া বর্ষার প্রারম্ভে মশার উপদ্রব অত্যাধিক হারে বৃদ্ধি পায়। এ বিষয়ে সর্বস্তরের জনগণকে ম্যালেরিয়া প্রতিরোধে মশারী টাঙিয়ে ঘুমানোর জন্য আহ্বান জানান।
এদিকে এনজিও সংস্থা একলাব ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ম্যানেজার জিয়াউল হক সরকার বলেন,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে বিশেষ করে পাহাড়ী অঞ্চলে যারা বসবাস করে তাদের কে ম্যালেরিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা মূলক সেমিনার আলোচনা সভার মাধ্যমে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ম্যালেরিয়ার ওষুধ প্রদান করা হচ্ছে। এতে টেকনাফে ম্যালেরিয়ার কোন জটিল রোগী নেয় বললে চলে। এই কর্মসূচি চলমান রাখার পাশাপাশি ম্যালেরিয়া প্রতিরোধে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় ম্যালেরিয়া নির্মূল বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার প্রনয় রুদ্র, উপজেলা পরিষদের কর্মকর্তা ও এনজিও সংস্থা একলাবের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ওবাইদুর রহমান নয়ন, সুপারভাইজার, জুলফিকার আলী, ল্যাব টেকনোলোজিজ আমিনুল ইসলাম চৌধুরী আবদুর রউফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024