মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজননের জন্য ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকলেও সাগরে থামছেনা মাছ ধরা। ফলে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় আনতে তৎপর হয়েছে প্রশাসন।


বৃহস্পতিবার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সাগর উপকূলে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৫ কেজি মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল।

সাগর থেকে আসা দুটি নৌকা থেকে এই জাল ও মাছগুলো উদ্ধার করা হয়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জেলেরা।


উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ মাহমুদ বলেন, সমুদ্রে মাছের প্রজননকালীন সময়ে সম্পদ রক্ষা ও বৃদ্ধি করতে বিভিন্ন দেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


উদ্ধার হওয়া জাল গুলো সৈকতে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো এতিমখানায় দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।ইনানী কোস্ট গার্ড এর


কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024