জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ-১৭৷  (বালক) জাতীয় ফুটবল টুর্নামেন্টের চাটখিল উপজেলার চুড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে পাঁচগাও সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঁচগাও ইউনিয়ন বনাম খিলপাড়া ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


খেলার দুই দলের নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে পাঁচগাও ইউনিয়ন খিলপাড়া ইউনিয়নকে (৪-৩) ব্যবধানে পরাজিত করেন।


ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন ও খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। 

খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী দল পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলের অধিনায়ক খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024