|
Date: 2023-06-15 15:31:28 |
প্রথম দিন শেষে মজা করে বলেছিলেন, আমি তো চাই ১০ রানের মধ্যে বাংলাদেশের বাকি ৫ উইকেট পড়ে যাক। কাকতালীয়ভাবে আফগান কোচ জোনাথন ট্রটের সে রসিকতা ফলে গেছে। আজ বৃহস্পতিবার সকালে মাত্র ৯ রানে শেষ ৫ উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের।
কিন্তু দ্বিতীয় দিন আর অমন রসিকতাও করতে পারলেন না ট্রট। কী করে পারবেন? যত রসবোধই থাকুক না কেন, খেলার যে অবস্থা, তাতে নিজ দল আফগানিস্তানকে নিয়ে আশাবাদী হওয়ার আসলে কিছু নেই।
মিরপুর টেস্টে বাকি ৩ দিন। বাংলাদেশ এরই মধ্যে ৩৭০ রানে এগিয়ে। স্বাগতিকদের হাতে আছে ৯ উইকেট। এখান থেকে আফগানিস্তানের জেতার স্বপ্ন দেখা, এমনকি ম্যাচ বাঁচানোও কঠিন।
কী ভাবছে আফগানরা? কোচ জোনাথন ট্রটও মানছেন, এই ম্যাচ বাঁচানো কঠিন তাদের জন্য। ম্যাচ নিয়ে বলতে গিয়ে উইকেটের প্রসঙ্গও টেনে আনেন আফগান কোচ। তার ভাষায়, ‘পিচের যে অবস্থা, তাতে কাজটা সত্যিই খুব কঠিন।’
কথাবার্তায় মনে হলো সাবেক এ ইংলিশ জেতার কথা না ভেবে যতটা সম্ভব ভালো খেলে একটু সম্মানজনক অবস্থায় ম্যাচ শেষ করার কথা ভাবছেন। ট্রটের স্বীকারোক্তি, ‘পুরো ব্যাপারটা খুব কঠিন হয়ে গেছে।’
তৃতীয় দিন সকালের সেশনে তার দলের বোলিংটা খুব ভালো হওয়া উচিত বলে মনে হয় তার। তারপর ব্যাট হাতে অনেকদূর যেতে হবে।
এর বাইরে আফগান কোচ আরও একটি কথা বলেছেন, ‘আমরা ক্রিকেটে আগেও কিছু অভিনব ও নাটকীয় দৃশ্য দেখেছি। তবে এ টেস্টে আমাদের আমাদের রীতিমত অসাধ্য সাধন করতে হবে।’
শেরে বাংলার পিচ দেখে রীতিমত অবাক হয়েছেন ট্রট। তার কথা, ‘যদিও জানতাম এবারের পিচ হয়তো আগের মত স্পিন সহায় হবে না। তারপরও যে পিচে খেলা হচ্ছে, সেটা বাংলাদেশের চিরায়ত পিচ না। সাধারণত বাংলাদেশের উইকেট হয় স্পিন সহায়, বল ওঠানামা করে। এ উইকেট তেমন না।’
© Deshchitro 2024