ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে রাজধানীর চীন-মৈত্রী সেতু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন সিএনজিচালকরা। বৃহস্পতিবার সকাল ১০টায় চীন-মৈত্রী সেতুর মাঝখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ আটকে থেকে যানবাহন থেকে নেমে হেঁটে অনেকেই সেতু পার হন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও স্বাভাবিক করতে পারেনি যান চলাচল। পরে চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকরা। এদিকে দীর্ঘ দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজি পারাপার বন্ধ রয়েছে।

এ বিষয়ে সিএনজি চালকদের নেতা মুন্না বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের নাম দিয়ে চাঁদাবাজরা প্রতিদিন জুরাইন পোস্তগোলা সেতুর গোড়ায় সিএনজি প্রতি ৬০ টাকা নেয়। কয়েক দিন আগে ৩০ টাকা চাঁদা নিত। হঠাৎ করে সেটা দ্বিগুণ করা হয়েছে। এই চাঁদার কোনো রশিদ দেয় না। কোনো চালক টাকা দিতে না চাইলে মারধরসহ হয়রানি করা হয়।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024