পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর বিশ্ববিদ্যালয় ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল ও তরান্বিত করতে আগামী ১ বছরের জন্য পাবনা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)  সেল এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 




কমিটিতে ফার্মেসী বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন আহবায়ক এবং অঅর্থনীতি  বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের  নরুল আমিন-কে সদস্য সচিব করা হয়েছে।




কমিটিতে শিক্ষক উপদেষ্টা হিসেবে আছেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মো: রেদওয়ানুজ্জামান,   সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারক অধ্যাপক ড. মো: মতিউর রহমান, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক  মো: ইব্রাহিম খলিল এবং পরিসংখ্যান  বিভাগের প্রভাষক মোসা: মিরা খাতুন। ছাত্র উপদেষ্টা  আছেন, গণিত বিভাগের শিক্ষার্থী  টিম ফয়সাল আহম্মেদ,  ইংরেজি বিভাগের শিক্ষার্থী  সুলতান মাহমুদ সাগর, ইউ আর পি বিভাগের শিক্ষার্থী জাকির হাসান জীম। 

কেন্দ্রীয় নির্বাহী  কমিটির  ৫ সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা   হয়।


উক্ত কমিটিতে যুগ্ন আহ্বায়ক  হয়েছেন, মো: আব্দুর রহমান (বাংলা- ১০ম ব্যাচ), নাজমুল ইসলাম( ইতিহাস-১০ম ব্যাচ), হাসিবা ইয়াসমিম ( পরিসংখ্যান-১০ম ব্যাচ) খলিলুর রহমান রনি( ভুগল ও পরিবেশ ১১তম ব্যাচ), জান্নাতুল ফেরদৌস ইমু( গণিত-১১তম ব্যাচ), মো: রওশন আলী(বাংলা-১১তম ব্যাচ), নয়ন কুমার সরকার(ইতিহাস-১১তম ব্যাচ),  নাজমুন নাহার (পপরিসংখ্যান ১১তম ব্যাচ) শামীমা তাসমিম মিতু (ইতিহাস-১১তম ব্যাচ) সোহেল আহম্মেদ (ট্যূরিজম ১১তম ব্যাচ),  তামিম হাসান( বিবিএ ১১ তম ব্যাচ) মো: তৌহিদুল ইসলাম (বাংলা-১১তম ব্যাচ) মো: সুমন হোসাইন ( অর্থনীতি ১১ তম ব্যাচ) সহ ৩৭ জন সদস্য বিশিষ্ট কমিটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024