ভারতীয় সীমান্তে বিএসএফ এর গুলিতৈ এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দাইনূর ক‍্যাম্প এবং খানপুর ক‍্যাম্পের মাঝামাঝি ভারতীয় সিমান্তবর্তী এলাকায় এঘটনাটি ঘটে।দাইনুর ক‍্যাম্প ও ১০নং কমলপুর ইউনিয়নের চেয়ারম‍্যান মোঃ আহছান হাবীবসহ ঘটনার সত‍্যতা স্বীকার উল্লেখ করেন সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের খানপুর বঞ্চিতপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে খানপুর উচ্চ বিদ‍্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মিনার(১৫)সহ তার সহোযোগী কয়েকজন মিলে বাংলাদেশী দাইনুর ক‍্যাম্প সংলগ্ন ভারতীয় সীমান্তে অবৈধভাবে দুরা শুটকি আনতে গেলে সেখানে বিএসএফ এর গুলিতে মিনার নিহত হয় এবং একজন আহত অবস্থায় রংপুর মেডিক‍্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।খানপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকছেদুল তার স্কুলের ৯শ্রেনীর ছাত্র স্কীকর করে বলেন মিনার ইরিগুলার ঝড়ে পরা ছাত্র ছিল।সীমান্তবর্তী এলাকায় বাড়ী হবার কারনে অল্প বয়সেই টাকার লোভে বন্ধু বান্ধবের সাথে ভারীর কাজ করছিল।একবার ভারে তারা ৪থেকে ৫হাজার টাকা পায় এই লোভে সে অবৈধ মালামাল আনা নেওয়ার কাজে জরিয়ে পরেছিল।তবে যারা এই অল্প বয়সের ছেলেদের টাকার লোভ দেখিয়ে এই কাজে যুক্ত করছে তাদের চিহ্নিত করে আইনগত কোন পদক্ষেপ নিতে না পারলে অংকুরেই ঝড়ে পরবে অনেক শিশু কিশোর ও শিক্ষার্থী। দাইনুর ক‍্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগের চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে এখনোও যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024