|
Date: 2023-06-16 03:48:41 |
সেন্টমাটিনের দক্ষিণ পাড়া এলাকায় ভেসে এলো অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।
১৬ জুন (শুক্রবার) সকালে স্থানীয়রা এ মরদেহ টি দেখতে পায়।
সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা মোঃ হারুন জানান, সকালে জোয়ারের সময় অর্ধগলিত একটি মৃতদেহটি ভেসে আসে, তবে এখনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে সমুদ্রের কোনো দূর্ঘটনার কবলে পড়েছিলেন।
এ নিয়ে এক দিনের ব্যবধানে টেকনাফে ভেসে এলো দুইটি অর্ধগলিত মৃতদেহ। গত বুধবার টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে এক নারীর মরদেহ ভেসে আসে।
© Deshchitro 2024