বরগুনার আমতলীতে ইউপি সড়কের গুলিশাখালি ইউনিয়নের গোজখালি বাজার সংলগ্ন মোরে ট্রাকট্রারের চাপায় ঘটনাস্থলেই রেজাউল হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। স্থানীয়ও পুলিশ সূত্রে জানাগেছে, ১৬ জুন শুক্রবার বিকেল ৪টার দিকে গুলিশাখালি ইউনিয়ন পরিষদের বাজার সংলগ্ন গোজখালি বাজারের মোরে এ দূর্ঘটনা ঘটে। গোজখালি বাজার থেকে আসা ট্রাকট্রার ও ( গুলিশাখালি ইউপি খেকুয়ানি রোড) ওপর দিক থেকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকট্রারের চাকার নিচে চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন। 


নিহত মোটরসাইকেল চালক রেজাউল হোসেন (২৫) গুলিশাখালি ইউনিয়নের বাইনবুনিয়া ৭ নং ওয়ার্ডের আলতাফ হোসেন খান এর ছোট ছেলে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024