|
Date: 2023-06-16 13:49:00 |
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে টেকনাফ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন শুক্রবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক রমজান আলী প্রামাণিক, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদু রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম, পরিকল্পনা ও নকশা বিষয়ক অতিরিক্ত পরিচালক মোঃ আমিরুল হক ভূইয়া, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) শ্যামল চন্দ্র দাস ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে প্রায় কয়েকশ একর জমি চাষের আওতায় আনা যাবে বলে উপস্থিত বক্তারা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের নিকট আহ্বান জানান।
© Deshchitro 2024