রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলে কী কী উন্নয়ন করা হবে এসব প্রতিশ্রুতি সামনে রেখে প্রার্থীদের গণসংযোগে সরগরম হয়ে উঠেছে রাজশাহী।   আগামী  ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন আনার এক বিশাল জনসমুদ্র নিয়ে নির্বাচনী প্রচারণা মিছিল বের করে। শুক্রবার ১৬ জুন রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা থেকে এই নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়। প্রচারণা মিছিলটি ১৪ নং ওয়ার্ড ঘুরে পুনবায় তেরখাদিয়া ডাব তলায় এসে সমাপ্ত ঘোষনা করা হয় । 


জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থী আনোয়ার আরও বলেন, ওয়ার্ডবাসী এখন অনেক সচেতন। আমার ওয়ার্ডে শিক্ষিত মানুষের হার বেশি। তাই এখানে ফঁাকীবাজ ওয়ার্ড কাউন্সিলর চলবে না। এখানে যারা কাজ করবে জনগণ তাদেরকে ভোট দিবেন। ওয়ার্ডে কাজ করেছি শতভাগ। এই বিশ্বাসেই আমি শতভাগ নিশ্চিত জনগণ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন আনার এবং আানেরর ওর্য়াডের সমর্থকগণ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024