চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এবার রসেভরা ফল আনারস উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সন্ধায় শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্টে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

উৎসবে অংশ নেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক খবরপত্র ও একুশে সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক সালাউদ্দিন শুভ,  শ্রীমঙ্গল ট্যুর গাইড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. খালেদ হোসেন, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে দাশ সুমন, স্থানীয় ট্যুর গাইড শ্যামল দেব বর্মা, দৈনিক দেশচিত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।

উৎসবে শান্তিবাড়ি পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, রেদওয়ান আহমদ, টাভেলার অব বাংলাদেশের পক্ষে তানভীর মৃদুল।

শন্তিাবাড়ি ইকো রিসোর্টের সিইও তানভীর সরকার লিংকন বলেন, সম্ভবত আমিই প্রথম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এবার আনারস উৎসব ২০২৩ এর আয়োজন করেছি। মূলত আমার রিসোর্টে আসা ট্যুরিস্ট, গণমাধ্যমকর্মী, ট্যুরিস্ট গাইডদের ফরমালিনমুক্ত রসেভরা ফল আনারসের স্বাদ আস্বাদন করার জন্যই এই আয়োজন করেছি। এছাড়া আনারস দিয়ে কেক এবং আরও অন্যান্য কয়েকটি আইটেম করেছি। সবাইকে সাথে নিয়ে এসবের স্বাদ আস্বাদন করার জন্যই এই প্ল্যান করি। তবে আষাঢ়ের শুরুতে বাদলা দিন ও ঝড়-বজ্রপাতের কারণে আয়োজনটি জমকালো করতে পারিনি। অনেক অতিথিকে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু আবহাওয়া প্রতিকূলতার কারণে অনেকেই আসতে পারেননি। তবে আগামী বছর থেকে আরও ব্যাপক পরিসরে আয়োজন করবো। 

শন্তিবাড়ি ইকো রিসোর্টের সিইও তানভীর সরকার লিংকন জানান, আজকের এ আয়োজনে দেশি বিদেশী কয়েকজন পর্যটক এবং বিভিন্ন রিসোর্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উৎসবে আনারসের কেক, আনারসের বারবিকিউসহ আরো অন্যান্য আইটেমের মাধ্যমে অংশগ্রহণকারীদের আপ্যায়ন করানো হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024