|
Date: 2023-06-16 15:23:55 |
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের দেওয়া 'হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি' ওই 'বেমানান বক্তব্য' ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জামালপুরে কর্মরত সাংবাদিকেরা এই আলটিমেটাম দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে ৭১ টেলিভিশনে এসপি নাছির উদ্দিন ওই বেমানান বক্তব্য দেন।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে শহরের শহীদ হারুন সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ওই আলটিমেটাম ঘোষণা দেন।
এছাড়া বকশীগঞ্জ, জামালপুর ও ইসলামপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকেও একই দাবি জানান সাংবাদিকেরা।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, জনকণ্ঠের আজিজুর রহমান ডল, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ, আমাদের নতুন সময়ের খাদেমুল বাবুল, দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, বণিক বার্তার আরিফ আকন্দ, দেশ রূপান্তরের ময়না আকন্দ প্রমুখ।
এদিকে গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর লাগাতার কর্মসূচি থেকে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজে শনাক্ত ব্যক্তিরা ছাড়াও ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়া গডফাদারকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
প্রতিবাদ সভা থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা। এর মধ্যে তিন দিন কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে।
© Deshchitro 2024