কক্সবাজারে মোবাইল চুরি এবং চোরাই মোবাইল দুষ্কৃতকারীদের নিকট বিক্রয় করার সংঘবদ্ধ চক্রের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫


কক্সবাজার র‍্যাব-১৫ (অতিরিক্ত পুলিশ সুপার) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন যাবত একটি সক্রিয় মোবাইল চুরি সিন্ডিকেট মোবাইল চুরি এবং বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকান্ডের সাথে জরিত বিভিন্ন সংগঠন বা চক্রের সদস্যদের নিকট চোরাই মোবাইল বিক্রয় করে আসছিল।


শুক্রবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া থানাধীন ৮নং ফাসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ ফারুকের বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল চুরি এবং চোরাই মোবাইল বিক্রির সিন্ডিকেট চক্রের প্রধান মোঃ পারভেজকে চোরাই মোবাইলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাবের সদস্যরা স্থানে পোঁছানোর সাথেসাথেই একজন চোরাকারবারী দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।


জানা গেছে, আটককৃত মোঃ পারভেজ (প্রকাশ আবুল কালাম) (৩৮), পিতা-মৃত মেহের আলী, মাতা-ফরিজা বেগম, সাং-মগবাজার, কামারপাড়া, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।


র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির একটি লাল শপিং ব্যাগ তল্লাশী করে এবং ধৃত ব্যক্তি দেখানো মতে পলাতক আসামীর বসত ঘরের আলমারীর ভিতর হতে ৪৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।


জানা গেছে, আটক ব্যাক্তি ও পলাতক আসামী পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ এই অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এবং বিভিন্ন মাধ্যম হতে চোরাইকৃত মোবাইল সেট কম দামে ক্রয় করে পুনরায় তা বিভিন্ন অপরাধী, সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সংগঠন বা চক্রের সদস্যসহ রোহিঙ্গাদের নিকট বিক্রয় করে থাকে।


উদ্ধারকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024