|
Date: 2023-06-16 15:39:44 |
বগুড়ার সারিয়াকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহিনুর বেগম সহ স্থানীয় গুণীজন।
উক্ত খেলায় সারিয়াকান্দি পৌর/সদর একাদশ কুতুবপুর ইউনিয়ন একাদশ কে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
© Deshchitro 2024