বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় মিনারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। ওই নারী খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের মৃত আকরাম খলিফার স্ত্রী।  

 বৃহস্পতিবার (৮  সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মিনারা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনার সময় স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। তার নাম পরিচয়ও এ পর্যন্ত জানা যায়নি।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও নিহতের  মরদেহ উদ্ধার  করা হয়েছে। তবে নিহতের  পরিবারের কেউ এখনো কোন অভিযোগ  করেনি। 
জানা গেছে,  নিহতের পরিবারে দুই  ছেলে রয়েছে। লাশ এবং  দুর্ঘটনার মোটরসাইকেলটি এ রিপোর্ট  লেখা  পর্যন্ত  থানায় রয়েছে বলে জানা গেছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024