হবিগঞ্জ জেলার নদীতে পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কা করা হচ্ছে।  প্রবল ভারী বর্ষণ অব্যাহত থাকলে এর তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের লোকজন। আবহাওয়া পূর্বাভাস বলছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলা ও মেঘালয় পর্বতের সীমান্তবর্তী স্থানে (চেরাপুঞ্জি নামক স্থানে) খুবই ভারী বৃষ্টিপাত হয়েছে ১৫ জুন দুপুর পর্যন্ত। এরপর ১৫ জুন দিবাগত মধ্যরাতের পর থেকে আজ ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত আবারও ভারী বৃষ্টিপাত হয়েছে ও এখনও চলছে।

এদিকে প্রবল ভারী বর্ষণে হবিগঞ্জ জেলার খোয়াই নদীসহ বিভিন্ন খাল-বিলের পানি বৃদ্ধি অব্যাহত আছে। এমনভাবে চলতে থাকলে হবিগঞ্জ জেলায় পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কা রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024