|
Date: 2023-06-17 07:22:19 |
গ্রামীণ ব্যাংক ফেনী যোনের ছাগলনাইয়া এরিয়ার উদ্যোগে মুন্সিরহাট পরশুরাম শাখা ও আনন্দপুর শাখায় সদস্যদের মেধাবী ছেলে-মেয়েদের মাঝে পাঁচটা ক্যাটাগরিতে মোট ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়।
মুন্সিরহাট পরশুরাম শাখার শাখা ব্যবস্হাপক মিতা বড়ুয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃআতিকুর রহমান, উপস্থিত ছিলেন সহকারী শাখা ব্যবস্হাপক মোঃসামছু উদ্দিন, অফিসার-গোলাম সারোয়ার, আমজাদ হোসেন, নাসরিন সুলতানা, আছমা আক্তার।
আনন্দপুর ফুলগাজি শাখার শাখা ব্যবস্হাপক আবদুর রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত এসপিও প্রোগ্রাম অফিসার মোঃশাহ আলম,উপস্থিত ছিলেন আনন্দপুর শাখার সহকারী শাখা ব্যবস্হাপক এম,এইচ হুমায়ন কবির।অফিসার মোঃদুলাল উদ্দিন,মোঃমিজানুর রহমান,মোঃসাইফুল ইসলাম।
প্রতিটি ছেলে-মেয়েকে নগদ অর্থ ও একটি ফলজ গাছের চারা প্রদান করা হয়, এবং অভিভাবকদের কে একটি করে ফলজ গাছের চারা প্রদান করা হয়।
© Deshchitro 2024