|
Date: 2023-06-17 07:32:36 |
বিরামপুর থানা এবং RAB-5, CPC-2 নাটোর যৌথ অভিযানে স্ত্রী হত্যার আসামি গ্রেফতার-১
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত সার্বিক চৌকস নির্দেশনায়।
বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রোজ শনিবার ১৭/০৬/২০২৩ইং তারিখ রাত্রি অনুমান ০১ঃ০৫ ঘটিকার সময় নাটোর সদর থানা এলাকা হতে RAB-5, CPC-2 এর সহায়তায় স্ত্রী হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা পলাতক আসামি ওয়াসীম আলী (দুলাল) বয়স আনুমানিক- (৪০), পিতা- মৃত নাছিম উদ্দিন, সাং- কেটরাহাট, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরকে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে। যার জিআর মামলা নং-১২১/০৫ (বিরামপুর)। গ্রেফতারকারী অফিসার এসআই/ আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
© Deshchitro 2024