|
Date: 2023-06-17 11:26:43 |
চাটখিল কামিল মাদরাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার প্রান কেন্দ্রে কামিল মাদরাসার নতুন ভবন ১৭ জুন (শনিবার) দুপুর ২ টায় নতুন ভবনের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
চারতলা একাডেমিক ভবনের নির্মাণ ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে ঠিকাদার কোম্পানি তাহসিন এন্টারপ্রাইজ নির্মাণ কাজটি সম্পন্ন করেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্যা, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন ও ছাত্রনেতা সালাহ উদ্দিন সুমন।
© Deshchitro 2024