|
Date: 2023-06-17 11:28:41 |
কৃষক বাঁচাও দেশ বাঁচাও এমন শ্লোগান প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে অনুষ্ঠিত হলো চাটখিল উপজেলার কৃষক লীগের পরিচিতি সভা।
কৃষক লীগের কমিটিতে সিংহভাগ ভাগ কৃষক দিয়ে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশ দিয়ে বক্তব্য রাখেন এইচ এম ইব্রাহিম এমপি।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা অডিটোরিয়ামে ১৭ জুন (শনিবার) সকাল ১১ টায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দুলালের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি
হেলাল উদ্দিন ফিরোজ।
কৃষক লীগের কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এমইব্রাহিম এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একটিভ গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, নোয়াখালী জেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম আলী তাহের ইভু,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন,
হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বাকী বিল্লাহ, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গোপরান মিয়া প্রমূখ।
© Deshchitro 2024