মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক চা শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুই চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জুন) বেলা আড়াইটায় শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের কয়েল বাড়িতে রিপন কালেন্দী (২৮) নামে এক চা শ্রমিক আকস্মিক বজ্রপাতে নিহত হয়েছেন । নিহতের পিতা নরেশ কালেন্দি বলেন, আমর ছেলে দুপুর আড়াইটায় মাছ শিকারের জন্য বাড়ির উঠানে মসুরি দিয়ে জাল প্রস্তুত করছিল। হঠাৎ আকস্মিক বজ্রপাত তার উপর পড়ে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যৃ হয়।

অপরদিকে বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানে বজ্রপাতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত হওয়া যায়। আহতরা হলেন ভুনভীর ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানের শ্রমিক অনিতা মালী (২৩) এবং বিশাকা রায় (২৫)।  

এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান বলেন, 'রিপন কালেন্দী নামে এক চা শ্রমিক-কে জাগছড়া চা বাগান এলাকা থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন। আর মাকড়িছড়া চা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় আসা দুইজন চা শ্রমিককে প্রাাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, বজ্রপাতে নিহত চা শ্রমিকের বাড়িতে আমি এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় গিয়েছি এবং তার শেষকৃত্য সম্পন্নের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে নগদ বিশ হাজার টাকা অনুদান দিয়েছি। তার পরিবারের পাশে থেকে আমরা শান্তনা দিয়ে এসেছি। এসময় কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাও উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (১৬ জুন) বজ্রপাতে শ্রীমঙ্গল উপজেলার ভূনভীর ইউনিয়নের আলিসারকুল গ্রামে বজ্রপাতে ইমন মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত ইমন ওই গ্রামের মো. মালেক মিয়ার ছেলে। 

আহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ার জিয়াউর রহমান (১১), আশিদ্রোন ইউনিয়নের শাহজানপুর এলাকার ইয়ারুন আক্তার (৩০), রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের দয়াল চাষা (২৪), কির্তন তত্ত রায় (২৫), রানা পাটনায়েক (২৪), সজিব কুরমী (২০), অসিম চাষা (২৭)। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024