কক্সবাজারের উখিয়া জালিয়াপালং ইউপিস্থ পাইন্যাশিয়া এলাকায় নিজ বসতঘরে মাটির দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।


শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউপিস্থ ১নং ওয়ার্ডের পাইন্যাশিয়ায় মোঃ শাহজাহানের বসতঘরের মাটির দেওয়াল ভেঙে আরেফা নামে এক শিশু গুরুতর আহত হয়। পরবর্তী আহত শিশুকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বসতঘরে মাটির দেওয়াল ভেঙে আরেফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024