জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মাদারগঞ্জউপজেলা প্রেসক্লাব৷ শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ মানববন্ধন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ সভাপতি জনাব মোঃ মোহাম্মদ আলী জিন্নাহ্'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, আকন্দ সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক এম আর সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রিপন মিয়া, সদস্য হিবাতুল্লাহ হিবা প্রমূখ৷ বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মূল পরিকল্পনাকারী সহ জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024