|
Date: 2023-06-17 12:50:29 |
মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরাের আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর শিক্ষার্থীদের স্কুলড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় দাড়িগাছা দারুস সালাম দাখিল মাদ্রাসায় ৫ টি উপানুষ্ঠানিক কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে স্কুলড্রেস ও ব্যাগ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সােহরাব হােসেন ছান্নু।
জেলা উপানুষ্ঠানিক ব্যুরাে সহকারী পরিচালক এ এইচ এম রবিউল করিমের সভাপতিত্বে ও উপজলা প্রােগ্রাম ম্যানেজার মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, আউট অব চিলড্রেন এডুকেশন প্রােগ্রামের জেলা ম্যানেজার (জিবিএস) সাজু মিয়া, বারোআঞ্জুল বালক মাদ্রাসার সুপার মাও খােরশেদ আলম, যুবলীগ নেতা শাকিল হাসান, সুপারভাইজার টিটু মিয়া, ছালমা খাতুন সহ অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
© Deshchitro 2024