কবিতা বিদ্যুৎ মামা।

লেখকঃনুরনবি হাসান

নিয়ামতপুর নওগাঁ। 


দু’চোখে ঘুম আসে না,

বিদ্যুৎ চলে যাওয়ার পর–

আগুনের মতো লাগে এ ঘর,

আকাশেও হয় না মেঘের বাসর।।।।


চারিদিকে লোকে বলে গরম! গরম! গরম!

জন্ম পোশাকে নমিতা, লাগে শরম!শরম! শরম!


কী জনসেবা,আসে না ঘুম এ পরিশ্রান্ত চোখে,

একবার এসে দেখে যাও, আছি কতো সুখে—–

বাতাসও আজ করেছে রাগ, বহে না আর,

দেশ এগিয়ে যাচ্ছে, বিদ্যুতের কি দরকার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024