আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা
অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর ও বড়দল ইউনিয়নে এ অভিযান
পরিচালনা করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর
সাতক্ষীরার এস আই বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে বড়দল ইউনিয়নের বুড়িয়া
গ্রামে অভিযান চালিয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম বিশ্বাসের ছেলে গাঁজা
ব্যবসায়ী ইব্রাহিম বিশ্বাস ওরফে ছাক্কাকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে আশাশুনি সদর ইউনিয়নের জেলেখালী গ্রামে ঋষি পাড়ার বাসুদেব দাশের স্ত্রী ও
নিরঞ্জন দাশের কন্যা মেঘনা দাশকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের
থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু
করা হয়েছে।