আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৬৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টম্বর) দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি রুহুল কুদ্দুস এর উপস্থিতিতে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গদাইপুর গ্রামের মুছা মোল‍্যার ছেলে ববীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হার্ট স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।  গত মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভারতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ দেশে আনার পর গার্ড অফ অনার শেষে গদাইপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওঃ আবু জাফর। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024