লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সাফল্য অর্জন করেছে।  ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডে লালমনিরহাট জেলার মধ্যে (সিনিয়র ও জুনিয়র গ্রুপ মিলে) হাতীবান্ধার একমাত্র আবাসিক প্রতিষ্ঠান  নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৩ জন ও কালেক্টরেট স্কুলের ১ জন এবং কুইজ পর্বে একমাত্র নর্থল্যান্ডের ৩ জন  বিভাগের ৮ জেলাকে পিছনে ফেলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সাফল্য অর্জন করেছে।


নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নাজমুল কায়েস হিরু বলেন, এই জয় আমাদের গোটা জেলার। এর আগেও একাধিকবার বিভাগের গন্ডি পেরুতে পারেনি প্রতিষ্ঠানটি। কিন্তু এবারে একাধারে দুইটি ইভেন্টেই নর্থল্যান্ড জাতীয় তে চলে যাবে আমি এবং এলাকাবাসী কখনোই ভাবতে পারিনি। সবই মহান আল্লাহর ইচ্ছা আর আমাদের চেষ্টা। সেইসাথে এলাকার সকলের ভালবাসা আমাদেরকে এতদূর নিয়ে গেছে। সবার কাছে দোয়া চাই যেন, জাতীয় পর্যায়ে এলাকার সন্তানেরা সাফল্য লাভ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024