|
Date: 2023-06-17 14:31:22 |
বগুড়ার আদমদীঘিতে চোরাই ছাগল বিক্রি কালে জনতা দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় আদমদীঘি সদরের গোড়গ্রাম রাস্তা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, আদমদীঘি উপজেলার গোড়গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইম হোসেন (২২) ও ডালম্বা গ্রামের মুকুল হোসেনের ছেলে আরমান হোসেন সৌরভ (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি সদরের গোড়গ্রাম রাস্তায় নাইম হোসেন ও আরমান হোসেন সৌরভ নামের দুই যুবক একটি ছাগল বিক্রি করার চেষ্টা কালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা আটক যুবকদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানায় ছাগলটি দুপচাঁচিয়া উপজেলা এলাকা থেকে চুরি করে আদমদীঘিতে বিক্রি করতে এনেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিয়ে আটক যুবকদের সোর্পদ করা হয়। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানায়, চোর সন্দেহে আটক দুই যুবককে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024