|
Date: 2023-06-17 16:05:30 |
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যৌনপল্লীর গাঁজা ব্যবসায়ী মিতা আটক।
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি,১৮ জুন ২০২৩
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ শত৫০ গ্রাম গাঁজাসহ মিতা(৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা’র দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লীর) রুপা বাড়ীওলীর ভাড়াটিয়া মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে মিতা(৪৫)।
শনিবার ১৭ জুন সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুদার।
প্রেস ব্রিফিং ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে শুক্রবার সন্ধা ৭ ঘটিকার সময় দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভিতর রূপা বাড়ীওয়ালীর ভাড়াটিয়া মিতা বেগম (৪৫) এর ভাড়া করা কক্ষ হতে ৭শত ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিতা বেগমকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী মিতা বেগমের এর বিরুদ্ধে পূর্বের আরো ০৪ টি মাদক মামলা রয়েছে।
আটককৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024