|
Date: 2023-06-18 03:31:01 |
বগুড়ার আদমদীঘির নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো হয়েছে কোরবানীর পশুর হাট। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোরবানীর হাট বসায় গবাদি পশুর ময়লা মুত্র পড়ে পরিবেশ দুষনের পাশাপশি ছাত্রছাত্রীদের চলাফেরা ও পাঠদান কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এই কলেজ মাঠে কত টাকায় পশুর হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। এদিকে ওই পশু হাটে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত হারে পশু ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছে আদায়ের অভিযোগ করছেন ক্রেতা ও বিক্রেতা সাধারণ।
জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর হাট ও বাজার বাংলা ১৪৩০ সনে আব্দুল মতিন ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান সরকারি ভাবে হাট ও বাজার ইজারা গ্রহন করেন। নসরতপুর হাটটি নসরতপুর রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত হলেও বিগত দিনে রেললাইন দখল করে বসানো হতো কোরবানীর পশুর হাট। সেখানে দুর্ঘটনা ঘটায় রেলওয়ে কর্তৃপক্ষ গত বছর কোরবানীর হাট রেলওয়ে জায়গায় বসানো বন্ধ করেন। ফলে ইজারাদার হাটের পাশে একটি চাতাল ভাড়া নিয়ে কোরবানীর হাট বসিয়ে বেচাকেনা করেন। এবার নসরতপুর কলেজ মাঠে বসানো হয়েছে কোরবানীর পশুর হাট। নসরতপুর ডিগ্রী কলেজ একটি পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে কোরবানীর হাট বসায় গবাদি পশুর ময়লা মুত্র পড়ে পরিবেশ দুষনের পাশাপশি ছাত্রছাত্রীদের অবাধে চলাফেরা ও পাঠদান কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এদিকে গতকাল শুক্রবার (১৬জুন) বিকেলে নসরতপুর কলেজ মাঠ কোরবানীর হাটে দেখা গেছে কোরবানীর গরু সরকারী নির্ধারিত টোলের অতিরিক্ত হারে প্রতিটি গরু ৭০০ টাকা ও ছাগল ১৫০ থেকে ২০০ টাকা করে টোল নেয়া হচ্ছে। গরু ক্রেতা জালাল জানায়, সে ১লাখ ১৫ হাজার টাকায় একটি কোরবানীর গরু কিনেছেন। বিক্রি রশিদে গরুর টোলের মূল্য না লিখে গরু কেনার দাম লিখে রশিদ প্রদান করা হয়েছে। গরু বিক্রেতা মকলেছার রহমান জানায়, তার নিকট থেকে রশিদ ছাড়াই ১০০ টাকা টোল নেয়া হয়েছে। নসরতপুর হাট ও বাজার ইজারাদার না থাকায় তার ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, হাটে পশুর আমদানী কম ও হাট ইজারাই বেশি দাম পড়েছে। সব মিলে সামান্য টোল বেশি নেয়া হচ্ছে। এতে ক্রেতা বা বিক্রেতার কোন অভিযোগ নেই।
নসরতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান জানান, উপজেলা নির্বাহি অফিসারের অনুমতিক্রমে কলেজ মাঠে গোহাট বসানোর হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার প্রশিক্ষনে ভারতে থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি।
© Deshchitro 2024