|
Date: 2023-06-18 03:51:44 |
বাবা
আয়েশা সিদ্দিকা হ্যাপি
বাবা মানে আমার কাছে
ছিল অনুপ্রেরণার টোপ
বাবা মানে আমার কাছে
বিরাট বিরাট অভিযোগ।
বাবা মানে আদর ভালোবাসার
পাইনি কোন কালে দেখা
বাবা মানে হারিয়ে ফেলেছে
লাল সূর্যের পতাকা।
বাবা মানে বলতে না পারা
আমার অজানা কথা
বাবা মানে আমার না পাওয়া
আমার মাথায় বোঝা।
ভালো মানের রাতের আধারে
লুকিয়ে লুকিয়ে বাবার জন্য কাঁদা
বাবা মানে জীবনে একটাও
পাশে দাঁড়িয়ে ছবি না থাকা।
© Deshchitro 2024