ঝালকাঠির রাজাপুরে ইয়ামিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। 

Ads by Eonaবৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইয়ামিন পাশ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের রাজমিস্ত্রী মিরাজ মোল্লার ছেলে৷ 

রাজাপুর থানার এস আই সুব্রত পরিবারের বরাদ দিয়ে জানান, পরিবারের সকলের অজান্তে বসতঘরের পাশের খালে পড়ে নিখোজ হয় ইয়ামিন। খোজাখুজির এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় পেয়ে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্বরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করে এবং পুলিশকে অবহিত করে। পরে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024