শ্যামনগরে শ^শুর বাড়ী যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ রবিবার (১৮ জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ^শুর বাড়ীতে যাওয়ার পথে বিলের মধ্যে বজ্রপাতে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

মৃত যুবকের নাম শ্রীনিবাস বৈদ্য ওরফে অঙ্কুর বৈদ্য(২৭)। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পিতা পরিমল বৈদ্যে ও মাতা কবিতা রানীর পুত্র তিনি।
 
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মাজেদ বলেন, সকাল ১০ টার দিকে শ্রীনিবাস বৈদ্য তার পিতা, স্ত্রী ও কন্যাকে নিয়ে পায়ে হেঁটে শ^শুর বাড়ী মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে চাঁদখালী বিল পার হওয়ার সময় হঠাৎ বজ্রপাত পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পিতা, স্ত্রী ও কন্যা একটু দুরত্বে থাকায় তাদের কোন প্রকার ক্ষতি হয়নি। কিন্তু সকলের সামনে তার মৃত্যু হয়।

হঠাৎ বজ্রপাতে শ্রীনিবাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনিবাসের মৃত্যু সংবাদ পেয়ে পরিবারের প্রতি সমবেদনা জানাতে হাজির হন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন প্রমুখ।

ছবি- শ্যামনগরে বজ্রপাতে মৃত যুবক শ্রীনিবাস বৈদ্য।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024