শেরপুর জেলার ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে আন্তব্যক্তিক যোগাযোগ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, মেডিকেল অফিসার ডাঃ মোখলেছুর রহমান খান, ডাঃ তাহের রেনেসা, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু প্রমুখ। প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দক্ষতার সহিত প্রশিক্ষণের বিষয় ও মাঠকর্মীদের সেবার মান বৃদ্ধির উন্নয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, মহাপরিচালকের দপ্তরের আইইএম ইউনিটের মনিটরিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন মাঠকর্মী ও রিসোর্স পার্সনরা অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024