শ্যামনগরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব হল রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ জি এম তরিকুল ইসলাম, এমপিইপিআই শেখ মেফতাউল হক, স্বাস্থ্য পরিদর্শক অর্পূব রঞ্জন মন্ডল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছিদরাতুননেছা প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩৪১৪৮ জন এর মধ্যে অর্জিত হয়েছে ৩৩৭৭৫ জন। নীল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৪১৭৩ জন এর মধ্যে অর্জিত হয়েছে ৪১১০ জন।

ছবি- শ্যামনগরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024