|
Date: 2023-06-18 11:45:47 |
নরসিংদী জেলার পলাশ উপজেলার শাহজাহান ৩২বছর কারাভোগের পর কেন্দ্রীয় কারাগারের জল্লাদ শাহজাহান আজ মুক্তি পেয়েছেন ।
১৮ জুন ২০২৩ রোজ রবিবার পলাশ উপজেলার ইছাখালী গ্রামের শাহজাহান দীর্ঘ ৩২ বছর কারাভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জল্লাদ শাহজাহান। রোববার (১৮ জুন) বেলা ১১টা ৪৬ মিনিটে কারাগার ছাড়েন তিনি। মুক্তির পর নিজের থাকার কোনো জায়গা না থাকায় কারাগারের পূর্ব পরিচিত একজনের সঙ্গে রাজধানীর নদ্দায় যাচ্ছেন তিনি। সেখানে কিছু দিন থাকবেন তিনি।
‘জল্লাদ’ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। ৭৩ বছর বয়সী শাহজাহান ব্যক্তিগত জীবনে সহায় সম্বলহীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামী খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান।
© Deshchitro 2024