|
Date: 2023-06-18 12:37:12 |
কুতুবদিয়ায় খালে লবণের বোট ঠেলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুর ১টার দিকে উত্তর ধুরুং জহির আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাহাদুর আলম(৩০) ওই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে জহির আলী সিকদার পাড়া ব্রিজের পাশে খালে লবণ ভর্তি ছোট বোট ঠেলছিল বাহাদুর আলম। হঠাৎ পেছনে সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাঈমা তাবাচ্ছুম (রনী) বাহাদুর আলমকে মৃত বলে জানান। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতালে প্রাথমিক সুরতহাল নেন।
লাশের ময়না তদন্তের লক্ষ্যে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান।
© Deshchitro 2024