|
Date: 2023-06-18 12:43:36 |
◾মিসবাহুল ইসলাম : প্রযুক্তির আবিষ্কারের সাথে আমাদের জীবন ও ধরণ পাল্টে যাচ্ছে। মানুষের নিত্যদিনের নির্ভরশীলতা এখন অনলাইনেই বেশি ঝুঁকছে। যেন এক সুতোয় গাঁথা সুদৃঢ় এক বন্ধনের মত হয়ে গেছে অনলাইন প্লাটফর্ম। ঘরে বসেই কোরবানির পশুর অর্ডার দিচ্ছেন ক্রেতারা।
কেনাবেচার ফাঁদ ও প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। তাই প্রতারণা রোধেই বেশি গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। গবেষণার এক জরিপে দেখা গেছে, গত বৎসরের তুলনায় এ বছর দশ ভাগ কম কোরবানীর পশু বিক্রি হয়েছে। কোভিডের স্বাভাবিক অবস্থা এবং প্রতারণাই এই প্লাটফর্মের আস্থাহীনতার জন্য দায়ী বলে উল্লেখ করেছন বিশ্লেষকরা। মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা এই "অনলাইন বিজনেস"। শুধু অপ্রত্যাশিত সেবা দেওয়াই নয়; বরং প্রয়োজনীয় নিত্য পণ্য কেনা ও চাহিদা পূরণের সেরা মাধ্যম বর্তমানে এই অনলাইন প্ল্যাটফর্ম। তাই মানুষের স্থায়ী সেবা নিশ্চিত করতে জীবনের গতিকে আরো ত্বরান্বিত করতে অনলাইন বিজনেসের প্রতি সকলের সুআস্থা ও বিশ্বাস তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব।
কোভিডের পর থেকে এর জনপ্রিয়তা বাড়তে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে, কোরবানির পশু কেনাবেচার জন্য দেশের বিভিন্ন একাধিক নতুন প্রতিষ্ঠান এই অনলাইন প্লাটফর্মে যুক্ত হচ্ছে। তাই গবেষকরা বলছেন, আগামী প্রজন্মে অনলাইনই হবে মানুষের সেরা বিজনেস প্ল্যাটফর্ম। দেশের উন্নতি এবং মানুষের পূর্ণসেবা নিশ্চিত করতে এই বিজনেস প্লাটফর্মের সঠিক এবং আস্থাশীল, প্রতারণা মুক্ত ব্যবস্থাপনা গড়ে তোলা এবং এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া সংশ্লিষ্টদের একান্ত দায়িত্ব।
কোরবানির পশুতে প্রতারণা রোধ করতে যে বিষয়গুলো লক্ষণীয় : ১/এডিটহীন ওরজিনিয়াল ফটো আপলোড দিতে হবে ২/সঠিক বয়সের জন্য কোরবানির পশুর দাঁত ও (জন্ম সনদ দেখাতে হবে) ৩/ প্রাণী সম্পদ অধিদপ্তরের গৃহীত স্বাস্থ্য সনদ এবং পশুর সঠিক ওজন উল্লেখ করাটাও জরুরি। তাই এ সমস্ত পদক্ষেপ ও কাজের কঠোর বাস্তবায়নের জন্য প্রশাসনের নিরন্তর সহযোগিতা খুবই প্রয়োজন তাই সকলকে কোরবানির পশু কেনাবেচায় প্রচারিত রোধ করতে আরো বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে।
লেখক: মিসবাহুল ইসলাম
শিক্ষার্থী, বিভাগ : উচ্চতর ইসলামী আইন গবেষণা, ঢাকা
© Deshchitro 2024