|
Date: 2023-06-18 13:32:28 |
রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ জুন ৯ঃ৩০ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন এর মাননীয় কমিশনার (অনুসন্ধান) জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান মহোদয়। এ সময় বিএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করি তবে তা হবে আমাদের দায়িত্বের সঙ্গে, দেশের সাথে, দেশের মানুষের সাথে প্রতারণা করার শামিল। আমাদের উচিত নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা ও সকল সেবা প্রত্যাশীকে সমান চোখে দেখা। সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমাদেরকে যার যার অবস্থান থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।এ সময় গণশুনানিতে অংশগ্রহণকারী ভুক্তভোগী ও সেবা প্রত্যাশীদের জন্য ফ্লোর উন্মুক্ত করা হলে সেবা প্রত্যাশীরা প্রধান অতিথির সম্মুখে বিভিন্ন সরকারি সেবা সংস্থার প্রধান/প্রতিনিধিদের নিকট তাদের অভিযোগের বিষয় তুলে ধরেন। ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও মতামতের প্রেক্ষিতে স্ব স্ব সংস্থা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার সেবা প্রত্যাশীগণ।
© Deshchitro 2024