গাজীপুরের শ্রীপুর উপজেলার নজরুল ইসলামের মেয়ে মুমতাহিনা জান্নাত একজন সফল উদ্যোক্তা।
মুমতাহিনা জান্নাত জীবনে কিছু একটা করে সফলতা অর্জন করার চেষ্টায় যখন ব্যার্থ। তখনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পান শ্রীপুর উদ্যোক্তা গ্রুপের সন্ধান৷ তিনি দেখেন গ্রুপের অনেক সদস্যরা নিজ নিজ উদ্যোগে ব্যবসা শুরু করছেন। তখন মুমতাহিনা জান্নাত ও শুরু করেন সেই ব্যবসা।
মুমতাহিনা জান্নাতের সাথে কথা বলে জানা যায় পূর্বে থেকেই তিনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য মনের মধ্যে ইচ্ছে পোষণ করেন। তবে কোন রকম উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তীতে শ্রীপুর উদ্যোক্তা গ্রুপের সহযোগিতায়। এবং নিজ ইচ্ছা শক্তিকে পুঁজি করে ২০২২ সালের আগস্ট মাসে ব্যবসা শুরু করেন। মুমতাহিনা জান্নাত বলেন প্রথমে ব্যবসাটা শুরু করার ক্ষেত্রে একটু কঠিন হলেও পরবর্তীতে তা সহজ হয়ে গেছে। তিনি প্রথমে গুগল থেকে মাছের তৈরি আচারের ছবি ডাউনলোড করে শ্রীপুর উদ্যোক্তা গ্রুপে আপলোড করেন, সেখান থেকে তিনি ভালো সারা পান। আর তখনই তিনি মহান আল্লাহর উপর নির্ভর করে ব্যবসা শুরু করেন।
মুমতাহিনা জান্নাত আরো বলেন বর্তমান তিনি উদ্যোক্তা হিসেবে বেশ পরিচিত৷ এবং তিনি সফলতার ধার প্রান্তে। তিনি মনে করেন পরিবারের সাপোর্ট নিজের বুদ্ধিমত্তা এবং চেষ্টা কখনোই বিফলে যাবে না। সে আশা ভরসা নিয়ে ব্যবসার কার্যক্রম শুরু করেন। মুমতাহিনা জান্নাত আরো বলেন বর্তমান তিনার খাবারের গুণগত মান ভালো হওয়ায়। প্রতিনিয়তই ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।
Jahanara's Kitchen নামে ফেসবুক পেইজের মাধ্যমে শ্রীপুর থানার বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিয়ে যাচ্ছেন। এই পেইজের মাধ্যমে যে সমস্ত খাবার ডেলিভারি দিয়ে থাকেন, এর মধ্যে উল্লেখযোগ্য, মুড়ির মসলা, গরুর মাংসের আচার, মাছের তৈরি আচার, চ্যাপা শুটকির পুলি, ভুনা খিচুড়ি, জর্দা পোলাও, ইত্যাদি।
মুমতাহিনা জান্নাত জানান কিছু দিন যাবত তিনি বেশির ভাগই হোমমেড ফাস্টফুড আইটেম নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং এগুলো প্রতি বেশ অডারও পাচ্ছেন। তিনি বলেন বর্তমানে আমার তৈরি পিজ্জা, চিকেন বার্গার ,চিকেন শাসলিক, চিকেন মোমোস, ইত্যাদি ফাষ্টফুড আইটেমের খাবার গুলোর চাহিদা বহু গুণে বেড়ে গেছে এবং অনেক গুড রিভিউ পাচ্ছি। তিনি মনে করেন নিজের ইচ্ছা এবং শক্তিকে কাজে লাগিয়ে অন্যের উপর ভরসা না করে, নিজে উদ্যোক্তা হয়ে কিছু করতে পারলে তাহলেই জীবনে সফলতা অর্জন হবে। তাই তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে, সকলের দোয়া এবং ভালোবাসা সাপোর্ট কামনা করেন।