কক্সবাজারের টেকনাফে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আব্দুল মোনাফ নামের একজন পাচারকারী কে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার বদি আলমের ছেলে। রোববার (১৮ জুন) সকাল এগারোটার দিকে হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, হ্নীলা মৌলভীবাজার এলাকায় ইয়াবার একটি বড় চালান কেনাবেচার গোপন খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান পরিচালনা করেন।


এসময় আব্দুল মোনাফসহ তিন ব্যক্তি একটি শপিং ব্যাগ হাতে বাজারের দিকে আসলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।


মোঃ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। ইয়াবার চালানের সঙ্গে আর কারা জড়িত সেটি তদন্ত শেষে জানা যাবে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024